সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃত্বীয় দিন চন্দ্রনাথ চূড়ায় দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা জায়, মৃত তীর্থযাত্রীর একজন নারী ও একজন পুরুষ। তারা মধ্যবয়সী, তাদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র জানিয়েছে, বেলা ২টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া ধামের ওপর ওঠার পর তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে শিব চতুরদর্শীর দ্বিতীয় দিনে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদল, যুবদল ও পূজা উদযাপন পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্যসচিব জিয়া উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনন্দ ভট্টাচার্য সাগর, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজ, সদস্যসচিব মো. কামরুল ইসলাম বাবলু, সীতাকুণ্ড পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, যুবদলের ৭নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ইউসুফ, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ।
কেকে/ এমএস