রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুই বিধবার ঘরবাড়ি পুড়ে ছাঁই হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডের পাশে আর-কে রোড সংলগ্ন পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মৃত গোলাপ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম ও ফিরোজা বেগমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ঘরের আসবাবপত্রসহ চারটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে জানান ভুক্তভোগীরা।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মৃত গোলাপের স্ত্রীর ঘরে আগুনের সূত্রপাত দেখা দেয়, মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
কাউনিয়া ফায়ার স্টেশন ইনচার্জ শাহীন সরকার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
কেকে/এএম