লালমনিরহাট আদিতমারী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিফতরের আয়োজনে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয় কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা চত্বরে কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুর ই-আলম-সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী এইচ এম শাহরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউব রুবেল, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন।
প্রধান অতিথি মেলায় প্রদর্শনীতে গোল আলু, মিষ্টিআলু, কাসাভা, কচু মুখি, লতি কচু, গাছ আলু, মান কচু, পানি কচু বিভিন্ন ধরনের কন্দালসহ ১১টি স্টল পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আলম, সহকারি কমিশনা (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, সমবায় কর্মকর্তা ফজলে এলাহি ও অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপরিচালক ড. মো. সাইখুল আরেফিন।
কেকে/ এমএস