শেরপুরের নালিতাবাড়ীতে মাদক থেকে দুরে রেখে খেলাধুলায় যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সামিউল হক স্পোর্টস একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজকে আরো গতিশীল করতে সম্প্রতি স্পোর্টস একাডেমির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
ওই পরিচালনা পর্ষদের সামিউল হককে চেয়ারম্যান ও সায়েদুল ইসলামকে মহাসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়। একই সাথে ৮ সদস্য বিশিষ্ট (আংশিক) স্থায়ী কমিটি ও ২৫ জনকে (আংশিক) উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই কমিটির পরিচালনা পর্ষদের কর্মকর্তারা হলেন- চেয়ারম্যান সামিউল হক, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির মিথুন, মহাসচিব সায়েদুল ইসলাম, যুগ্ম মহাসচিব দুর্জয় হাসান শাকিল, কোষাধ্যক্ষ ইউসুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক তোয়াছিন এনাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছমিন আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক এম. উজ্জ্বল, শিক্ষা বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু রাসেল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএন তন্ময়, দপ্তর সম্পাদক আনিসুজ্জামান বাপ্পি ও ৩৭ জন সদস্যসহ মোট ৫১ জন।
কেকে/এজে