চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থাকে ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা চাঁদের পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তথ্য নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১) ও সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়া এলাকার মৃত আলিমুল্লার মেয়ে নুর বাহার (৬২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বুধবার অভিযানে পুলিশের সহায়তায় দুই নারীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
কেকে/এজে