সিলেটে ঝোপ থেকে লতাপাতায় ঢাকা অবস্থায় সমর আলী (৬৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলার পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত সমর আলী লালখা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সমর আলী বাড়ি থেকে ছাগল কেনার কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে থাকা মোবাইলফোনটিও বন্ধ ছিল। বুধবার দুপুর একটার দিকে একটি মরদেহ ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি সমর আলীর বলে শনাক্ত করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের গায়ে ছুরিকাঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ডেকে নিয়ে খুন করেছে। পরে মরদেহ গুম করার জন্য লতাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস