ফরিদপুরের সালথায় ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত স্কয়ার প্রি-ক্যাডেট স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সালথার বাহিরদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী সাহেব এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঢাকা সাভার ব্যাংক কলোনী মাদ্রাসার মোহতিমির শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ জিয়াউল করিম, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।
আগামীতে ইসলামী শাসন প্রতিষ্ঠায় ও সারা পৃথিবীতে ইসলামের বার্তা পৌঁছে দিতে হলে ইমাম মুয়াজ্জিন সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -০২ আসনে( সালথা-নগরকান্দা) থেকে খেলাফত মজলিসের প্রার্থী হওয়ার জন্য বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আকরাম আলী সাহেবকে প্রার্থী হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
কেকে/এআর