নওগাঁর পোরশায় শরিফুল ইসলাম বুলবুল(৫৬) নামের এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি উপজেলার আমদা গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, তার বিরুদ্ধে পোরশা থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।
কেকে/এআর