গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ছাত্রলীগ ও ছাত্রশিবিরের রাজনীতিকে একাকার বলে আখ্যা দেন এবং তারেক রহমানকে ‘বিশ্বসেরা সমাজ সংস্কারক’ হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম।
এ ছাড়া, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, সহ-দফতর সম্পাদক হিমেল, ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, সরকারের দমননীতির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদল সবসময় সক্রিয় ছিল। তবে আজ একটি ছাত্র সংগঠন আন্দোলনের পুরো কৃতিত্ব নিতে চায়।
বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে ‘আলবদরের দোসররা’ আজ রাজনীতিতে সক্রিয় এবং ছাত্রশিবির ও ছাত্রলীগের রাজনীতি এক ও অভিন্ন।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কলেজ শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। যারা ছাত্রলীগের সঙ্গে আপস করবে, তাদের সংগঠন থেকে বের করে দেওয়া হবে।
সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বক্তৃতা শেষে উপস্থিত কর্মীদের মতামত নেওয়া হয় এবং পরবর্তী সময়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
কেকে/এএম