চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিউ দাঁতমারা চা বাগানের তোরণের পাশে লাশটি পাওয়া যায়। নিহত ব্যক্তি মো. বেলাল (৪০)। সে বাগান বাজার ইউনিয়েন গার্ডের দোকানের বাসিন্দা শরফত উল্লাহর পুত্র। কয়েকবছর ধরে সে দাঁতমারা ইউনিয়নের বটতলি নামক স্থানে সরকারি আশ্রয়নে পরিবার নিয়ে বসবাস করে। ভুজপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চা বাগানের শ্রমিকরা প্রতিদিনের মতো চা পাতা তুলতে গেলে দুর্গন্ধ পায় এবং আশে পাশে খোঁজ নিয়ে লাশ দেখতে পায়।
নিহতের ভায়রা মো. মামুন বলেন, স্বজন বেলাল গত ২৫ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মুঠোফোনও সেদিন থেকে বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় বুধবার তার স্ত্রী থানায় অবহিত করে একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু আজ দুপুরের দিকে অজ্ঞাত একটি লাশের সন্ধান পেয়ে সেখানে গিয়ে দেখি এটি বেলালের। চিহ্নিত করে তার পরিবারকে খবর দিই। কিন্তু তার সাথে থাকা অটোরিকশার কোনো সন্ধান মেলেনি। কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বিষয়টি নিয়ে উৎকন্ঠায় আছি।
নিউ দাঁতমারা চা-বাগানের সহকারি ব্যবস্থাপক মো. শফিউল আজম চৌধুরী বলেন, একটি নিরীহ অটোচালককে এভাবে নৃশংসভাবে গলা কেঁটে হত্যা করা কোনো মানুষের কাজ হতে পারে না। যে বা যারাই এ গর্তিক কাজ করেছেন তাদের শাস্তির আওতায় আনা দরকার।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, লাশের সন্ধান পেয়ে সেখানে পুলিশের একটি দল লাশ উদ্ধারে কাজ করছেন। আমরা নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
কেকে/এএম