শেরপুরের নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জোনাব আলী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।
জানা যায়, শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপপরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপপরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মাদক কারবারি জোনাব আলীর বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় তার বসত বাড়িতে তল্লাশী করে ৪ প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেই সাথে মাদক কারবারি জোনাব আলীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো. সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাঁচার করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম