রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলামকে সভাপতি এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এনামুল সাকিব ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস। সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান, কোষাধ্যক্ষ মো. ইমান হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোছা. হোসনা, সহগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সুইটি।
এ ছাড়াও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, সহপ্রচার সম্পাদক মো. নিয়ামত মিয়া, দফতর সম্পাদক কাজী রাজীব, ক্রীয়া সম্পাদক মো. মামুন মিয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব রেজা রায়হান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ২০১৯ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে।
কেকে/এএম