বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫,
১৫ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ      নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার      গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা      দেশের ভেতরে থাকা একটি পক্ষ ও শেখ হাসিনা গণতন্ত্রের বাধা: ফখরুল      বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ       সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত      বিএনপির বর্ধিত সভায় সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতার অসদাচরণ       
গ্রামবাংলা
পণ্য রফতানিতে রেকর্ড কুমিল্লা ইপিজেডের
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম  (ভিজিটর : ৪৯)
কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) । ছবি: প্রতিনিধি

কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) । ছবি: প্রতিনিধি

কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) চলতি অর্থ বছরে গত সাত মাসে ৬১৬.৫ মিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা এক হাজার মিলয়ন মার্কিন ডলার হলেও সূচক বলছে লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি রফতানি আয় হবে। 

কর্তৃপক্ষ বলছে, এই ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি রফতানি আয় হবে। অপর দিকে অর্থবছরে একই সময়ে বিনিয়োগ হয়েছে সাড়ে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান বলছে, গত অর্থবছরে (২০২৩-২৪) রফতানি আয় হয়েছে ৭১১ মিলিয়ন মার্কিন ডলার, বিনিয়োগ হয়েছে ২১ মিলিয়ন মার্কিন ডলার। 

বেপজা সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর পুরাতন বিমান বন্দর এলাকায় ২০০০ সালে ২৬৭.৪৬ একর জায়গা নিয়ে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কুমিল্লা ইপিজেডে ৪৮ টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে মধ্যে সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন ২৯টি। দেশি-বিদেশী যৌথ মালিকানায় ৭টি। দেশীয় মালিকানায় ১১টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লাসহ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে দিন দিন এগিয়ে চলছে এ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

কুমিল্লা ইপিজেড সূত্রে জানা যায়, বর্তমানে ৫০ হাজারের অধিক শ্রমিক, কর্মচারী-কর্মকর্তার কর্মসংস্থান হয়েছে। দুইশ ৭০ জন বিদেশী নাগরিক। কর্মীদের ৬৬ শতাংশ নারী যা কুমিল্লা অঞ্চলে নারীর ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রাখছে। তাছাড়া, নির্মাণ শ্রমিক, লোডিং-আনলোডিং শ্রমিক, গার্বেজ শ্রমিক, পরিবহন শ্রমিক হিসেবে প্রায় দুই থেকে তিন হাজার লোক দৈনিক চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছেন। কুমিল্লা দৈনিক ইপিজেড প্রতিমাসে বেতন ভাতা বাবদ ২০০ কোটি টাকা ব্যয় হয়। এই ২০০ কোটি টাকা স্থানীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে যাচ্ছে।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা ইপিজেডের প্রতিষ্ঠানগুলো প্রতিবছর ৭০০ থেকে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে আসছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫০০ থেকে ৯০০০ কোটি টাকার সমান। এই রফতানি আয়ের একটি বড় অংশ শ্রমিকদের বেতন ও ভাতায় ব্যয় করা হয়, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা ইপিজেড   পণ্য রফতানি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
নতুন দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’
নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার
মানারাত ইউনিভার্সিটির আইন বিভাগের জুলাই স্মৃতি স্টাডি ট্যুর সম্পন্ন

সর্বাধিক পঠিত

অবৈধ বালু উত্তোলনে বাধা, এলাকাবাসীকে লক্ষ্য করে অর্ধশত গুলি
চা বাগানে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
শাবিপ্রবিতে ১০তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবনের চুক্তি স্বাক্ষর
কুবিতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসব
‘প্রান্তজন আইয়ুব রানা’ বইয়ের মোড়ক উন্মোচন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝