শাহজালাল বিজ্ঞান ও প্রযুুুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশের ৫টি বিভাগীয় কেন্দ্রের বিভিন্ন উপকেন্দ্রে দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ভর্তি সংক্রান্ত এসব তথ্য তুলে ধরেন তিনি।
ভর্তি কমিটির সদস্য সচিব বলেন, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিট এবং একই দিন বেলা ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা কোনো ধরণের জটিলতায় পড়লে ভর্তি কমিটির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।’
তিনি আরো জানান, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ৮৬ হাজার ৪১৬টি আবেদন পড়েছে। যেখানে এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববদ্যিালয়ে ৩৪ হাজার ৩৬৯, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩ হাজার ৭৮০ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৫ হাজার ৬২৭ জনসহ সর্বমোট ৫৬ হাজার ৫৮ জন আবেদনকারী পরীক্ষা দেবেন।
এ ছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটের ভর্তি ১ হাজার ২৪২ জন শাবি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
অন্যদিকে, বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৩৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৬, যবিপ্রবিতে ৩ হাজার ১৪ ও সিভাসুতে ১ হাজর ৪২৭ জনসহ সর্বমোট ২৯ হাজার ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
কেকে/এএম