বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউনিয়া কলেজ শাখার ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতি হিসেবে আলিফ নুর ও সাধারণ সম্পাদক কাওছার আলম এবং জাকিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি লিমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ, সহসাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম হৃদয়, দফতর সম্পাদক মুহারিমুজ্জামান মিঠুন তীব্র, ছাত্রী বিষয়ক সম্পাদিক শ্রাবণী আক্তার, সহছাত্রী বিষয়ক সম্পাদিক আফসানা আক্তার মিম।
এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়।
কেকে/এএম