সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১০তলা বিশিষ্ট দুইটি নতুন একাডেমিক ভবনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড ভবন দুইটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
চুক্তিতে উল্লেখ করা হয়, একাডেমিক ভবন-১ এর নির্মাণ ব্যয় চুক্তিমূল্য- ১২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং একাডেমিক ভবন ২-এর নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ১২৫ কোটি ৬৪ লাখ টাকা। ভবন দুইটি ২২ মাসের মধ্য নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে ।
চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী ও প্রজেক্ট ডাইরেক্টর মো. জয়নাল ইসলাম চৌধুরী। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন।
এ সময় উপাচার্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে ভবন দুইটির নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম