মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের জুলাই স্মৃতি স্টাডি ট্যুর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের বালিহাটি জমিদার বাড়ি ও নাহার গার্ডেনে এ ট্যুর আয়োজন করা হয়।
আইন বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গন থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীরা যাত্রা শুরু করেন। গন্তব্যে পৌঁছে তারা প্রথমে বালিহাটি জমিদার বাড়ি পরিদর্শন ও পরে নাাহার গার্ডেেনে দুপুরের খাবারের পরে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর আয়োজনে অংশ নেন।
সবশেষে পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী স্টাডি ট্যুরের কার্যক্রম শেষ হয়। এসব আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লাহ হিল গনি।
আইন বিষয়ে যারা পড়াশোনা করেন কিংবা আইন পেশায় বিভিন্ন অঙ্গনে নিয়োজিত তাদের মাঝে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের যথেষ্ট সুখ্যাতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুণগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে সারা বছরই বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম আয়োজন করা হয় সারা বছরই বিভাগের পক্ষ থেকে।
কেকে/এএম