সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      বড় রদবদলেও গতি নেই প্রশাসনে      জার্মানির নির্বাচনে জয়ী ফ্রেডরিক মারৎজের দল      স্থানীয় নির্বাচনে সুযোগ খুঁজবে আওয়ামী লীগ       
বিনোদন
সিয়াম-পূজার ‘শান’ সিনেমা ভারতে ভিন্ন নামে প্রচার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১:২৩ পিএম  (ভিজিটর : ২০১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এম রাহিম বানিয়েছিলেন ‘শান’। সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল ফিতরে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে শান দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

শান কীভাবে অর্জুন হয়ে গেল, তা নিয়ে দ্বিধায় দর্শকেরা। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে যে টিজার শেয়ার করা হয়েছে, তার কমেন্ট বক্সে এ নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?

শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’

শান সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে সিয়াম বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’

নাম পরিবর্তন হলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সিনেমার প্রচারকে ইতিবাচক হিসেবে দেখছেন সিয়াম। তিনি বলেন, ‘শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তারা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘জংলি’। এটিও পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রাহিম জানিয়েছেন, আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।

কেকে/এসএম
আরও সংবাদ   বিষয়:  শান   ভারত   ভিন্ন নামে প্রচার   সিয়াম   পূজা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়
নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের
ভালুকায় প্রাইভেটকার চাপায় অটোচালক নিহত
কুলিয়ারচরে জামায়াতের দাওয়াতি সভা অনুষ্ঠিত
গাজীপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সর্বাধিক পঠিত

পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝