শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫,
১৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বিএনপির বর্ধিত সভা: জাতীয় নির্বাচন আগে দিতে হবে       সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ      নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার      গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা      দেশের ভেতরে থাকা একটি পক্ষ ও শেখ হাসিনা গণতন্ত্রের বাধা: ফখরুল      বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ       সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত      
রাজনীতি
বিএনপির বর্ধিত সভা: জাতীয় নির্বাচন আগে দিতে হবে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৮ পিএম  (ভিজিটর : ৪০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

# সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া
# দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে:  তারেক রহমান
# মসজিদে বসে জামায়ত রাজনীতি করছে এটা, এটা ভয়ংকর: মির্জা ফখরুল


আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের এখন থেকেই কাজ করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে চূড়ান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপিকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের দেওয়া হয়েছে সর্তক বার্তা। নিজেদের মধ্যে কোনো ধরনের অনৈক্য গ্রহণ করা হবে না, নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের তৃণমূলের নেতারাও নিজেদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেদের ঐক্য আরো সুদৃঢ় করার জন্য দলের হাইকমান্ডের নির্দেশনা কামনা করেছেন তারা। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হল মাঠে বিএনপির বর্ধিত সভায় রুদ্ধদ্বার কর্ম-অধিবেশনে অংশ নিয়ে দলের নেতারা এসব কথা বলেন। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথম অধিবেশনের সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা। এরপর সভায় শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

প্রধান অতিথি হিসেবে বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া ভার্চুয়ালি উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য দেন বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় চার হাজার নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলা তৈরি হয়। 

সভায় আরো যোগ দিয়েছেন বিএনপির দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এছাড়া সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনিসহ দলের শীর্ষ স্থানীয় নেতা, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য, জেলার সভাপতি/সাধারণ সম্পাদক, থানা/উপজেলার সভাপতি মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন তারাও এই সভায় রয়েছেন। বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের স্বাক্ষর নেওয়া হয়।

সভার উদ্বোধনী ও সমাপনী পর্বে দলের নেতাদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই প্রমাণ্যচিত্র তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপকমিটি’। এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয়। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন।

সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে : সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এখনও ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।’

এ সময় দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা যে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন তার প্রশংসা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘জাতি চিরকাল আপনাদের ত্যাগ স্মরণ রাখবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আসুন, জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন–সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি।’

খালেদা জিয়া আরো বলেন, ‘ছাত্র-যুবকসহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন, ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করি।’  

অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণ মনে করে, স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হলে তা হবে পলাতক-স্বৈরাচারের দোসরদের সারা দেশে পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা হবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, মাফিয়া চক্রকে পুনর্বাসনপ্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না।

বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী-মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা দেশে গণহত্যাকারীদের দোসর, মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মাফিয়াপ্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এখন পর্যন্ত ১৬-১৭টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সব নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে দলগুলোকে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে।

দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে। দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেছেন, অর্থনীতির অবস্থা শোচনীয়। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

রুদ্ধদ্বার কর্ম-অধিবেশন সূত্র জানায়, বক্তব্য দেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপি আহ্বায়ক আবুল করিম প্রধান, চাটখিল বিএনপি নেতা দেলোয়ার সামসুল আরিফিন, দিনাজপুর বিএনপির সভাপতি আ. সাত্তার মিলন, রাজশাহীর আব্দুল আলীম বাবু, যশোর মনিরামপুরের আসাদুজ্জামান মিন্টু, মনপুরার হাফিজুর রহমান মিলন মাতব্বর, হবিগঞ্জের সিরাজ, মধুপুর উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন সরকার, নওগাঁর মহাদেবপুরের রবিউল আলম, নেত্রকোনার বাবুল হক তালুকদার, ফেনীর শফিকুর রহমান বাবুল, চট্টগ্রাম দক্ষিণের হামিদুল হক মান্নান, লক্ষিপুরের জামাল উদ্দিন, শরীয়তপুরের আলমগীর মাতবর, ঠাকুরগাঁওয়ের জিয়াউল ইসলাম জিয়া, পাবনা সাথিয়া খায়রুন নাহার খানম, জামালপুরের জহিরুল ইসলাম পিন্টু, চুয়াডাঙ্গার সিরাজুল ইসলাম মনি, ঝিনাইদাহের আ. রাজ্জাক, জামালপুরের আতিকুর রহমান সাজু,  পিরোজপুরের হুমায়ুন কবির, মানিকগঞ্জের নুরুল ইসলাম নুরুসহ আরও অনেকেই।

সভায় সূত্র আরো জানায়, তৃণমূলের নেতাদের বক্তব্যে উঠে আসে ‘আগামী নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে হলে দলের মধ্যে ঘাপটি মেরে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় তাদেরকে চিহ্নিত করতে হবে। বিগত ১৭ বছর যারা দলে থেকেও আওয়ামী লীগের হয়ে কাজ করে নেতাকর্মীর উপর হামলা করেছে, তারাই আজ প্রথম সারিতে অবস্থান করছেন।

সভায় জামায়াতে ইসলামীকে বিএনপির প্রতিপক্ষ উল্লেখ করে তৃণমূল নেতারা বলেন, আমাদের প্রতিপক্ষ (জামায়াত) মসজিদে বসে রাজনীতি করছে এটা, এটা ভয়ংকর। বিএনপি নেতাকর্মীদের ভোরে মসজিদ নামাজ পড়ার আহ্বান জানান, এটা হলে জামায়াত মসজিদে রাজনীতি করতে পারবে না।

তৃনমূল নেতারা সভায় দাবি জানান, জাতীয় নিবাচন আগে দিতে হবে। জনগণের প্রতক্ষ্য ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।  

এছাড়া সারাদেশের বিভিন্ন এলাকার নিজেদের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে। এ গ্রুপিং নিরসন চান তারা। এছাড়া আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার আহ্বান জানান তারা। 

তৃণমূলের এক নেতা বলেন, নিস্ক্রিয় নেতারা যেন ত্যাগী নেতাদের নেতৃত্ব না দেয়। তারা ফ্যাসিস্ট সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতারা এখন বিএনপি নেতাদের সঙ্গে মিলে নানা অপকর্মে লিপ্ত হয়ে গেছে। তাদের বিষয়ে সংগঠনিক ব্যবস্থা নিতে হবে। 

অপর এক নেতা বলেন, মনোনয়ন নিয়ে এলাকায় বিভক্ত দেখা দিয়েছে। একই সঙ্গে বিএনপি নেতাদের উশৃংখলতা নিয়ন্ত্রণে বিষয়ে নেতারা কথা বলেন। কেউ কেউ আবার এলাকায় সাংগঠনিক অবস্থান জানান। আগামী দিনে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।  হাসিনা সরকারের আমলের নির্যাতন নিপীড়নের বর্ণনা দেন। এখন মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চলছে। গোপনে তদন্ত করে দল যাকে মনোনয়ন দিবে তাকে মেনে নেওয়ার হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এলাকায় দায়িত্বশীল নেতাদের কর্মকান্ড নিয়ে সমালোচনা করেন। আন্দোলনের সময় তারা তৃনমূল নেতাদের খোঁজ খবর নেয়নি। সেই সুবিধাভোগী ও নিস্ক্রিয় নেতাদের বিষয়ে অভিযোগ করা হয়। বিএনপি আজ ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে। বিভাগীয় সম্মেলন করার পরামর্শ দেন নেতারা। ৫ আগস্টের পর যারা বিএনপি হয়েছে তারাই বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের সুনাম নষ্ট করছে।  

তৃণমূল নেতারা আহ্বায়ন জানান, ২৪ এ গণঅভ্যুত্থান যারা শহিদ হয়েছে, আহত হয়েছে তারা আমাদের সন্তান। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এছাড়া  ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তারা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বিএনপির বর্ধিত সভা   জাতীয় নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আবারো সাফল্য বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
আসন্ন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন চেয়ে শাবি ছাত্রদলের বিক্ষোভ
টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ
ফ্রি ফায়ার গেম আসক্তিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সর্বাধিক পঠিত

শাবিপ্রবিতে ১০তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবনের চুক্তি স্বাক্ষর
চা বাগানে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
‘প্রান্তজন আইয়ুব রানা’ বইয়ের মোড়ক উন্মোচন
আসন্ন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন চেয়ে শাবি ছাত্রদলের বিক্ষোভ
পরকীয়ার জেরে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝