তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া পূর্বপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।
তিনি সাবেক আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জারি আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ।
গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পাহারাদার শক্তিশালী দরকার হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মো. হান্নান উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলার প্রধান সংগঠক মো. শামীম শিবলী প্রমুখ।
কেকে/এএম