মাগুরার শালিখায় আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাগুরার শালিখা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্বাগত মিছিলটি আড়পাড়া ঈদগাঁহ ময়দান থেকে শুরু করে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি এর নেতৃত্বে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মীর আকবর আলি, যুগ্ন সম্পাদক মাহমুদ হাসানসহ সকল নেতাকর্মী।
স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
কেকে/এজে