গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. ফরিদ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমার মাঠের উত্তর পার্শ্বে গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এসময় আসামীর কাছ থেকে ৬০ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার, ১টি মোবাইল ফোন, ১টি স্মার্ট রেজিষ্ট্রেশন সনদ কার্ড, ১টি ট্যাক্স টোকেন, ১টি ফিটনেস সনদ, ১টি ড্রাইভিং লাইসেন্স কার্ড ডুপ্লিকেট কপি ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা একাতরী গ্রামের মৃত মো. শহীদুল্লাহ্ ছেলে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলা থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার যোগে আসেন মাদক কারবারি ফরিদ । এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমা মাঠের উত্তর পার্শ্বে কামারপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, মাদক কারবারি ফরিদ দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারী গাঁজা ক্রয় করে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে বলে স্বীকার করে।
কেকে/ এমএস