শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের আসন্ন কমিটিতে পরিক্ষিত ও ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলাকালীন সময়ে তারা ‘দাবি মোদের একটায় ত্যাগীদের মূল্যায়ন চাই’ স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাবি ছাত্রদলের নেতা মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে ও মারুফ বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাহপরান, আদনান আহমদ মোহন ও মোস্তাকিন ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন পর শাবিতে কমিটি দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে আমরা ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত হবার পদধ্বনি শুনতে পারছি। বিগত ফ্যাসিবাদী আমলে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল যেখানে নেতৃত্ব দিয়েছিল ত্যাগী নেতাকর্মীরাই। এজন্য ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।’
তারা আরো বলেন, ‘ছাত্রদল এখনো সুদিন ফিরে পাইনি, দল আবার সংকটে পড়লে ত্যাগীদের পাওয়া যাবেনা। কমিটিতে আমরা সেই নেতাকর্মীদের দেখতে চাই যারা ৫ আগস্টের পূর্ববর্তী সংকটময় সময়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিল। তাদের যদি অবমূল্যায়ন করা হয় তাহলে ফের সংকট দেখা দিয়ে দল কর্মী সংকটে পড়বে।’
কেকে/ এমএস