জাল সনদ জমা দেওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বরমী ডিগ্রি কলেজের সভাপতির পদ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে কলেজের অধ্যক্ষকে সনদ যাচাই না করে তার নাম প্রস্তাব করার দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "শোকজ করা হয়েছে, জবাব এসেছে কি না রবিবার খোঁজ নিয়ে দেখা হবে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৯ ফেব্রুয়ারি শোকজ নোটিশ জারি করা হয়, যেখানে এডহক কমিটির সভাপতির পদ স্থগিতের বিষয়টিও উল্লেখ করা হয়।
শাহজাহান ফকির বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে বরমী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। এরপরই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় সেলিম নামে এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার সনদ নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করেন। পরে যাচাই-বাছাই করে তার পদ স্থগিত করা হয়।
এ বিষয়ে বরমী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা বলেন, "সভাপতির একাডেমিক সনদের সমস্যা থাকায় তার পদ স্থগিত করা হয়েছে এবং শোকজ করা হয়েছিল। আমরা যথাসময়ে এর জবাবও দিয়েছি।"
এ বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।