সারা দেশে চোর-ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। আতঙ্কে চলাচল করছে মানুষ। তবে ভুক্তভোগী শুধু সাধারণ জনতা নয়, ছিনতাইকারীর কবল থেকে রেহাই পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এবার তাদের টার্গেটে পড়েছে পুলিশ। গত কিছু দিনে দেশের বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
সম্প্রতি ময়মনসিংহে আদালতে সাক্ষ্য দিতে এসে ছিনতাইকারীর কবলে পড়েন মুহাইমিনুল ইসলাম লিমন (৩০) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তার মোবাইলফোন নিয়ে যান ছিনতাইকারী। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মুহাইমিনুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এসআই পদে কর্মরত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুহাইমিনুল ইসলাম লিমন নিজেই। তিনি বলেন, ‘মঙ্গলবার নেত্রকোণার আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে সোমবার ঢাকা থেকে সিএনজিযোগে নেত্রকোণা যাচ্ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শম্ভুগঞ্জ মোড় পর্যন্ত আসতেই একটি কল আসে। এসময় মোবাইল পকেট থেকে বের করতেই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে মোবাইল নিয়ে চলে যায়।’
শুধু এই পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে নয়; সম্প্রতি ময়মনসিংহ নগরীজুড়ে চুরি-ছিনতাই বেড়েছে। বাসাবাড়িতে ঘটছে চুরির ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকে।
আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ‘শনিবার স্ত্রীকে নিয়ে কেনাকাটা করে রাত সাড়ে ১১টার দিকে রিকশায় করে বাসায় ফিরছিলাম। কাছাকাছি আসতেই দুই মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী এসে চাকুর ভয় দেখিয়ে দুটি মোবাইলসহ নগদ কিছু টাকা নিয়ে গেছে।’
এদিকে সম্প্রতি ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী রুবেল হাসানের মোটরসাইকেল আদালত চত্বর থেকে চুরি হয়ে যায়। চুরির দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। রুবেল হাসান বলেন, ‘গত ৯ ফেব্রুয়ারি আদালত চত্বরে মোটরসাইকেলটি রেখেছিলাম। হঠাৎ মুখে মাস্ক পরে এক যুবক এসে এদিক-সেদিক তাকিয়ে নিমিষেই মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আমরা দিনরাত অভিযান চালাচ্ছি। চোর-ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। সম্প্রতি চুরি হওয়া এক মোটরসাইকেল উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে।
ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ডবলমুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল। এ ঘটনায় তিনজনকে আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ বারিকবিল্ডিং মোড়ে ইটের দেয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায়। তাদের ছুরিকাঘাত করার পরপরই ঘটনাটি জানাজানি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ডাকাতের ছুরিকাঘাতে দুইজন এসআই আহত হয়েছেন।
পুলিশকে মেরে মাদক বিক্রেতাকে ছিনতাই : রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের এক সদস্যকে মারধর করে এক ‘মাদক বিক্রেতাকে’ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকালে কারওয়ানবাজার এলাকার রেললাইন সংলগ্ন এই ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। তিনি বলেন, ‘মাদক বিক্রেতাকে ধরতে আমাদের তিনজন সেখানে গিয়েছিলেন। এক মাদক কারবারিকে ধরার পর অন্যরা পুলিশকে ঘিরে ধরে। ফোর্স কম থাকার সুযোগে একপর্যায়ে তারা ওই মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা এই ঘটনার মূলহোতা সোহেলসহ চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাসাল্টের মামলা হয়েছে।’
ভিডিওতে পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করতে দেখা যায়। এতে কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ভিডিও দেখে মনে হয়েছে, কোপ দিয়েছে; কিন্তু কোপ দেয়নি, দেওয়ার চেষ্টা করেছিল।’
এদিকে গত বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।
পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন।
কেকে/এআর