শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫,
১৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ      এনসিপির আত্মপ্রকাশ : দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা      এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আ.লীগ-জাপা বাদে সব দল আমন্ত্রিত      মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চল      প্রস্তুত হচ্ছে মঞ্চ, নতুন দলের আত্মপ্রকাশ বিকেলে      এবার ছিনতাইকারীদের টার্গেট পুলিশ      আর কোনো অনৈক্য নয়      
গ্রামবাংলা
শ্রীপুরে নকল ব্যাটারির পানি উৎপাদন, প্রতারণার ফাঁদে গ্রাহকরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪২ এএম  (ভিজিটর : ১০৮)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ এক দশক ধরে সংঘবদ্ধ একটি চক্র নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করছে। হ্যামকো, ভলবো, নাভানাসহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামের মোড়ক লাগিয়ে প্রতারণা করা হচ্ছে, যা ব্যবহার করে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের একটি কারখানার আড়ালে চলছে এই অবৈধ ব্যবসা। কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে নকল ব্যাটারির পানি উৎপাদন করে বাজারজাত করছেন।

সরেজমিনে দেখা যায়, কারখানাটিতে শিশু শ্রমিকদের কম মজুরিতে কাজে লাগানো হচ্ছে। তাদের দিয়ে পানির ট্যাংক থেকে বোতল ভর্তি করানো হয়, এরপর নকল মোড়ক লাগিয়ে বাজারে ছাড়া হয়। প্রতিদিন হাজার হাজার বোতল নকল ব্যাটারির পানি শ্রীপুর, গাজীপুর সদর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে ২ লিটার ও ৫ লিটারের বোতল ও ক্যান্টিনের মাধ্যমে এই প্রতারণার জাল বিস্তৃত হচ্ছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, নকল পানি ব্যবহারের ফলে তাদের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এতে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, নামিদামি কোম্পানির ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা পুরো বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাঈদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণা করা ভয়ংকর অপরাধ। সেই সাথে শিশুশ্রমের বিষয়টিও উদ্বেগজনক। অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সিলগালা করা উচিত।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান,‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা মনে করছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না : সোহেল
গোপন তথ্য ফাঁস করায় মেটার ২০ কর্মীকে বরখাস্ত
পাত্র খুঁজে পাচ্ছেন না সুস্মিতা
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই আন্দোলনের ছাপ
বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

সর্বাধিক পঠিত

আসন্ন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন চেয়ে শাবি ছাত্রদলের বিক্ষোভ
আবারো সাফল্য বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ
ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলে যাবে: জোনায়েদ সাকি
শ্রীপুরে নকল ব্যাটারির পানি উৎপাদন, প্রতারণার ফাঁদে গ্রাহকরা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝