যশোরের কেশবপুরে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের আয়োজনে ৫ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কেশবপুর প্রেস ক্লাবের সামনে কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা কোল্ডস্টোরেজের আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণ, হাট বাজারের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্ধ দেওয়া, আলু এবং পেঁয়াজ কমিশন গঠন করা সংসদ ও জাতীয় কমিটিগুলোতে সরাসরি শতকরা ১০ ভাগ এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের মাসিক সভায় কৃষকদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করা এবং কৃষকের উৎপাদিত পণ্য যেমন : সবজি, ফলমূল, মধু, মাছ, মাংস, চামড়া, তুলা, ও রেশম জাতীয় পণ্য বিদেশে ব্যাপক হারে রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শেখ নূরুল ইসলাম ও সদস্য আতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কোল্ডস্টোরেজের আলুর ভাড়া দ্বিগুণ ৪ টাকা থেকে ৮ টাকা করা হয়েছে আবার বর্তমানে আলুর বাজার ও কৃষক পর্যায়ে মাত্র ১০/১৩ টাকা প্রতি কেজি, যেখানে উৎপাদন খরচ প্রায় ১৭ টাকা।
কেকে/এএস