নওগাঁর পত্নীতলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর নজিপুর নতুনহাট মোড় এলাকায় পৌর মার্কেটে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আলীমুজ্জামান মিলন।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশিস কুমার দেবনাথ, সাংবাদিকসহ সুধীজন। এখানে ন্যায্যমূল্যে গরুর মাংস, এবং ইফতারসামগ্রী মুড়ি, ছোলা, ডিম, দুধ, চিনি, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অন্যবাজার থেকে কম মূল্যে বিক্রি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পুরো রমজান মাসজুড়ে চলবে এ দোকান।
কেকে/এএস