শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫,
১৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: সবার আগে রমজান মাস শুরু অস্ট্রেলিয়াতে      তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান      ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ      জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ : দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা      এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আ.লীগ-জাপা বাদে সব দল আমন্ত্রিত      মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চল      প্রস্তুত হচ্ছে মঞ্চ, নতুন দলের আত্মপ্রকাশ বিকেলে      
জাতীয়
১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৩ পিএম  (ভিজিটর : ৪২)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সারাদেশের ১৪০১ জন  আহতদের নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে।

প্রকাশিত গেজেটে, চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরির ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা পাবেন।

পাশাপাশি এই ক্যাটাগরিতে থাকা ‘যোদ্ধারা’ মাসিক ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। এছাড়াও দেয়া হবে পরিচয়পত্র, সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

আর পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম ৯০৮ জনকে ‘গুরুতর আহত’ বিবেচনায় ‘খ’ শ্রেণিতে রেখে তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ক্যাটাগরির ব্যক্তিরা পাবেন এককালীন ৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেয়া হবে।

পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন ‘খ’ ক্যাটাগরির ‘যোদ্ধারা’। তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

এই দুই ক্যাটাগরির তালিকা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ায়রি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাকি ক্যাটাগরি ‘সি’তে যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছেন তাদেরকে রাখা হবে। তবে, তাদের তালিকা এখনও গেজেট আকারে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেয়া হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  জুলাই শহিদ   জুলাই যোদ্ধা   মুক্তিযুদ্ধ উপদেষ্টা   গেজেট প্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল অনুষ্ঠিত
নতুন দলের আত্মপ্রকাশ, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
মতলব উত্তরে প্রধানিয়া হেরিটেজের ইফতার সামগ্রী বিতরণ
ধর্ষণ মামলায় বাসর রাতে বর গ্রেফতার
সীতাকুণ্ডে আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই আন্দোলনের ছাপ
কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর দোলামনির লাশ উদ্ধার, গ্রেফতার ৩
শ্রীপুরে নকল ব্যাটারির পানি উৎপাদন, প্রতারণার ফাঁদে গ্রাহকরা
আদিতমারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে চাচা-ভাতিজি নিহত

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝