মানিকগঞ্জে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি প্রাইভেট ক্লিনিকে দুই মাস বয়সী এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেছেন যে, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পৌরসভার ওয়ারলেস গেট এলাকায় অবস্থিত হেলথ কেয়ার ক্লিনিকে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ডাক্তার এবং ক্লিনিকের সব স্টাফ পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার বলধারা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী হেনা বেগম দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির মলদ্বার না হওয়ার কারণে তার স্বজনরা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের কাছে চিকিৎসা নেন। এর পরেই গতকাল সকালে ডা. মোস্তাফিজুর রহমান হেলথ কেয়ার ক্লিনিকে শিশুটির অস্ত্রোপচার করেন। তবে, বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির স্বজনরা অভিযোগ করেন, ভুল অপারেশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, ডাক্তার ও ক্লিনিকের স্টাফরা পলাতক রয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর