আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে এই ম্যাচে যারা জিতবে, তারাই পাবে সেমিফাইনালের টিকিট।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা বেন ডরশুইস ও স্পেনসার জনসন।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী।
ইতোপূর্বে ওয়ানডেতে দু’দলের চারবারের দেখায় প্রতিবারই জিতেছে অজিরা।
কেকে/এআর