গাজীপুর কাপাসিয়ায় অনিল চন্দ্র সূত্রধর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম অনিল চন্দ্র সূত্রধর (৬২) তিনি উপজেলার কড়িহাতা গ্রামের রবীন্দ্র সূত্রধরের ছেলে। তিনি উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন এবং মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।
নিহতের স্ত্রী শিলারানী সূত্র ধর বলেন, আজ শুক্রবার আনুমানিক ভোর ৫টা ৩০ এর দিকে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে হাঁটতে যায়। কিছু সময় পরে ‘আব্বাসিয়া বাড়ির মসজিদে’ লোকজন নামাজ পড়তে এসে দেখে আমার স্বামী রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে আছে।
নিহতের মেয়ে রচনা বলেন, আমার বাবা গতকালকেও ভালো ছিল। শুনছি, আজকে সকালে হাঁটতে গিয়ে সড়কে হোঁচট খেয়ে পড়ে গেছে। এ ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, আমি ঘটনাস্থলে এসেছি পরিবারের সঙ্গে কথা বলতেছি, কীভাবে মারা গেছে এখনো জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি নিখোঁজ ছিলেন না বা কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি তিনি একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন। তিনি মেডিকেশানে ছিল বলে তার তার স্ত্রী জানিয়েছেন তবে কি ওষুধ সেবন করতেন বলতে পারেননি।
এ মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেকে/এএস