নাটোরের লালপুরে আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার দ্রুত গ্রেফতার এবং র্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লালপুর ত্রিমহোনিতে তৌহিদী ছাত্রজনতা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের এই দেশে থাকার অধিকার নেই।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
কেকে/এএম