পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোষ্টগার্ড।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১টি মাছধরা ট্রলার থেকে ১টি বস্তাবর্তি ১ লাখ পিচ এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ টি বস্তা ভর্তি আরো ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র্যাব এবং কোষ্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা, পাচারকারী এবং জব্দকৃত ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
কেকে/এএম