পবিত্র রমজান মাসের প্রস্তুতির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মো. সোহাগ মিলুর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স কমিটি বিভিন্ন অনিয়মের কারণে চারটি ৪৩ হাজার টাকা জরিমানা করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করেছে।
এই অভিযানে বাজারে সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা, ব্যবসায়ী সাগর রায়কে ১০ হাজার টাকা, খালেদ মোশাররফকে ৫ হাজার টাকা এবং নিবারন পালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী করা হয়েছে।
বিশেষত, মূল্য তালিকা না প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং ক্রয় ভাউচার না সংগ্রহ করার মতো অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়। অভিযানে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সোহাগ মিলু জানান, ব্যবসায়ীদের সঠিকভাবে এবং ন্যায্য দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষত, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যসম্ভার বিক্রয়ের ক্ষেত্রে কোনো অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, এসব অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবেন এবং রমজান মাসে বাজার পরিস্থিতি সঠিক রাখতে প্রশাসন সবসময় তৎপর থাকবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় কড়া নির্দেশ দিয়েছেন উপজেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারসহ সবধরণের বাজার পরিস্থিতি মনিটরিং করার জন্য। আমরা উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছি।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে প্রশাসন তৎপর থাকবে বলে জানিয়েছেন ইউএনও। তাই বাজারে সঠিক মূল্য ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সকল ব্যবসায়ীকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারিও দিয়েছেন ইউএনও ইসলাম উদ্দিন।
কেকে/এএম