পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের শাহী জামে মসজিদে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমির দীন মোহাম্মদ মাস্টার, পৌর আমির মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।
কেকে/এএম