শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল গণির সঙ্গে আব্দুল করিমের জমি কেনা-বেচা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আব্দুল গণি বাড়ির পাশের জমিতে গোয়ালঘর নির্মাণ করতে যান। এতে বাধা দেয় আব্দুল করিম তার পরিবারের লোকজন।
এ সময় উভয়পক্ষের লোকজনের কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল করিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ৯ জন।
আহতরা হলেন- আব্দুল গনি (৫০), কামাল উদ্দিন (২৭), এনামুল (২২), রহিমা খাতুন (৫৫), সুলেমা,(৪৮), আব্দুল করিম (৫০), ওমর আলী (২৫), অমিত হাসান (২৩), মিনারা (৩৫)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় আহত আব্দুল গনির পুত্র সাল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের পর ২ জনকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম