চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে আগুনে দগ্ধ হয়ে আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা (দাঁড়ালিয়া পাড়া) এলাকার মাজারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবুল হোসেনের ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ সময় ঘরে থাকা অন্যরা বেরিয়ে যেতে পারলেও বৃদ্ধ আবুল হোসেন আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর বলেন, আগুন লাগার পর আমরা চিৎকার করে প্রাণভয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। ভেবেছিলাম, বাবাও বেরিয়ে গেছেন, কিন্তু পরে বাবাকে মৃত অবস্থায় পাই।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আগুনে আসবাবপত্রসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। ঘরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক ব্যক্তি। এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেকে/এএম