শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫,
১৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া      জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি: তাসনিম জারা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার      জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রে যা বলা রয়েছে      সবার আগে রমজান মাস শুরু অস্ট্রেলিয়াতে      তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান      ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ      
গ্রামবাংলা
ধর্ষণ মামলায় বাসর রাতে বর গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৫ পিএম  (ভিজিটর : ১১২)
গ্রেফতারকৃত বর মো. আবুল কালাম।

গ্রেফতারকৃত বর মো. আবুল কালাম।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসর রাতে মো. আবুল কালাম নামে এক বরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ওই জামাইকে ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে (বাসররাতে) আবুল কালামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান। আবুল কালামের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামে। সে ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালামের সাথে প্রতিবেশি এক চাচাত বোনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকালীন তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন আগে হঠাৎ প্রেমিকা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এতে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে প্রতিবেশী চাচাত বোন ১৪ সপ্তাহের অন্তঃসত্বা।

এ ছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কালাম প্রেমিকা প্রতিবেশী চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।  

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাউরী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আবুল কালাম। অপরদিকে গত বৃহস্পতিবার প্রেমিকার বাবা মো. হানিফ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন রাত ৩টার দিকে (কালামের বাসর রাতে) পুলিশ আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীর প্রেক্ষিতে এবং ডাক্তারি পরীক্ষা দেখে ধর্ষণ মামলায় আসামি কালামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শিক্ষা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন ওয়ালিয়ার রহমান
পর্যটন নগরীর পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে কচ্ছপ উদ্ধার
বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া
দিতি কন্যা লামিয়ার ঘটনায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নজরুল হলে আতঙ্কের রাত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৯
কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর দোলামনির লাশ উদ্ধার, গ্রেফতার ৩
নজরুল হলে আতঙ্কের রাত
লালপুরে আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
শালিখায় রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল অনুষ্ঠিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝