কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন, সর্বশেষ নতুন রাজনৈতিক দল গঠন করল ছাত্রজনতা। ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে আত্মপ্রকাশ করা এই দলটি পারিবারিক রাজনীতির বিপরীতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের সমাবেশে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। নেতারা জানান, নতুন বাংলাদেশ হবে “অপ্রতিরোধ্য বাংলাদেশ,” যেখানে ধর্ম, বর্ণ, পারিবারিক পরিচয় নয়—যোগ্যতার ভিত্তিতে সবাই নেতৃত্বের সুযোগ পাবে।
এর আগে, সরকারি চাকরিতে কোটার সংস্কারের দাবিতে ২০১৩, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সর্বশেষ ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের সময় ব্যাপক দমন-পীড়নের পর ছাত্রজনতা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়। তারা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন।
নতুন দলের নেতারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘এবার জনগণের বাংলাদেশ হবে, যেখানে সবাই সমান সুযোগ পাবে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া হবে, এবং কেউ পরিবারতন্ত্রের কারণে রাজনীতিতে সুবিধা পাবে না।’
কেকে/এএম