ময়মনসিংহের ভালুকায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যােগে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্যাহ পাঠান ফজলুর নেতৃত্বে। ভালুকা পাইলট স্কুলের মোড় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ভালুকা বাজার, উপজেলা পরিষদসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পরে সমাবেশে উপজেলা জামায়াতে আমির সাইফ উল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোবারক হোসাইন, অধ্যাপক তৈয়ব হোসাইন প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম