শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫,
১৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া      জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি: তাসনিম জারা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার      জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রে যা বলা রয়েছে      সবার আগে রমজান মাস শুরু অস্ট্রেলিয়াতে      তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান      ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পিএম  (ভিজিটর : ৩৪)

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮, ফেব্রুয়ারি) সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো সারাদেশের ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে  মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০.১৪%।

বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৪.৮১%।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

উপাচার্য জানান, শাহজালাল বিজ্ঞান ও ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।

উপাচার্য আরো জানান, পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দের জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এ সময় শাবিপ্রবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ রংপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী বেরোবি গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান এবং শাবিপ্রবি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কেকে/এএম




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শিক্ষা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন ওয়ালিয়ার রহমান
পর্যটন নগরীর পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে কচ্ছপ উদ্ধার
বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া
দিতি কন্যা লামিয়ার ঘটনায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নজরুল হলে আতঙ্কের রাত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৯
কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর দোলামনির লাশ উদ্ধার, গ্রেফতার ৩
নজরুল হলে আতঙ্কের রাত
লালপুরে আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
শালিখায় রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল অনুষ্ঠিত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝