মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। যার বোমা ও মর্টারশেল বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত। ওপারে গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এপারের স্থানীয়দের মধ্যে।
শনিবার (২ নভেম্বর) রাত থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে বোমা ও মর্টারশেলের ভারী শব্দ এপারের সীমান্তে ভেসে আসে।
স্থানীয়রা জানায়, টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় বিকট শব্দ।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের লোকজন ফের বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত থেকে এপারে প্রায় সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। বিস্ফোরণের বিকট শব্দ গতরাতে বেশি শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে সীমান্তে স্থানীয়দের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে।
কেকে/এমআই