হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক সাকিব বলেন, নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল বৈষম্যমুক্ত ও ইনক্লসিভ সমাজ গঠন কিন্তু হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। হবিগঞ্জে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বানিয়াচং উপজেলায়। কিন্তু বানিয়াচংকে মূল্যায়ন না করে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে।
তিনি দাবি করেন, কিছুদিন আগে ঢাকার সমন্বয়ক হাসিব টাকা চেয়েছিলেন কিন্তু তাতে অস্বীকৃতি জানালে আমাকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। জীবন বাজি রেখে হবিগঞ্জের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। গুলির মুখে দেশেকে স্বৈরাচার মুক্ত করতে অবদান রাখলেও কমিটিকে ছাত্রদল, শিবির ও নাগরিক কমিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এটি একটি পকেট ও ভুয়া কমিটি। এতে টাকার বিনিময়ে এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রেতাত্মাদের জায়গা দেওয়া হয়েছে। তাই আমিসহ আমার ৪৫ জন সহকর্মী এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি এ কমিটির কার্যাক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দেবো না।
কেকে/এএম