ঢাকার কেরানীগঞ্জে গণহত্যায় অভিযুক্ত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জের ওয়াসপুর বসিলা ব্রিজ হতে শুরু হয়ে ঘাটারচর শহিদ রিয়াজ চত্বর, আটিবাজার, নয়াবাজার, খোলামোড়া বাজার হয়ে নরন্ডী মোড়ে গিয়ে শেষ।
মিছিলে ঢাকা-২ আসন কেরানীগঞ্জের সাত ইউনিয়ন, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ড বিএনিপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় অর্ধ লক্ষাধিক লোক অংশগ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
দীর্ঘদিন পর মিছিলের সুযোগ পেয়ে জুমার নামাজের আগ থেকেই মানুষ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদ রিয়াজ হোসেন চত্বরে জড়ো হতে থাকে। বেলা তিনটার আগেই মধুসিটি মোড় হতে বসিলা ব্রিজ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা সাড়ে ৩ টার দিকে আমান পুত্র ব্যারিস্টার অমির নেতৃত্বে মিছিল শুরু হলে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা জানায়, এসময় তিনি দুহাত নাড়িয়ে জনসাধারণের অভিবাদন গ্রহণ করেন।
মিছিলটি প্রায় দুই কিলোমিটার লম্ব হয়। সচেতন মহল মনে করছেন বিক্ষোভ মিছিলটি যেনো একের ভেতর সব। শেখ হাসিনার ফাঁসির দাবির পাশাপাশি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জবাসীকে জানান দিলেন কেনো তিনিই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী? তার জনপ্রিয়তা যে বাবার চেয়ে কম না এই দীর্ঘ মিছিল আর রাস্তার দুই পাশের হাজারো মানুষের ঢ্ল তা প্রমাণ করে।
পরে তিনি নড়ন্ডী মোড়ে এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আর তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। তিনি আরো বলেন, দেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই জিয়াউর রহমানের পরিবার হাল ধরেছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামিম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, মনির হোসেন, আবুল হাসনাত, যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, ছাত্রদল নেতা হাজী সাইফুল প্রমুখ।
কেকে/এজে