নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হলো ক্যানসার সচেতনতা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৫।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘রান ফর হোপ, ফাইট ফর লাইফ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাপুর রোডে ঘুরে আবার গোল চত্বরে এসে শেষ হয় এই ম্যারাথন। প্রতিযোগিতাটির আয়োজক ছিল নোবিপ্রবি ব্লাড ব্রিগেড।
আয়োজকরা জানান, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৭ জানুয়ারি মৃত্যুবরণ করা নোবিপ্রবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুকের স্মরণে এ বছর বিশেষভাবে আয়োজন করা হয়েছে এই ম্যারাথন।
প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়- দুই কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে আলাদা বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য ছিল ১৫ হাজার টাকা পুরস্কার, পরিবেশবান্ধব গাছের উপহার এবং অংশগ্রহণকারীদের মেডেল, জার্সি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমান বলেন, এটি নোবিপ্রবির ইতিহাসে প্রথম ম্যারাথন এবং এ ধরনের আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য-সচেতন মানুষ এতে অংশ নিয়েছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।
তিনি আরো জানান, ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা চেষ্টা করবেন।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি নোবিপ্রবির কেন্দ্রীয় শহিদ মিনারে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ নামে শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে ছিল ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল কিকসহ মজার বিভিন্ন প্রতিযোগিতা।
কেকে/এএম