কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মসজিদের ইমামকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় কিশোরদের একটি দলের অতর্কিত হামলায় অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা।
এ সময় তাদের ওপর হামলা করে স্থানীয়দের একটি অংশ। এ ঘটনায় নজরুল হলে স্থানীয়দের হামলার আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। তাই রাতের পুরো সময় হামলার আশঙ্কা থাকবে বলে শিক্ষার্থীরা আতঙ্ক প্রকাশ করেছে।
নজরুল হল ও স্থানীয় একাধিক শিক্ষার্থী বলছেন, এখানে স্থানীয়দের একটি গ্রুপ আছে যারা ইমামকে ইস্যু করে মূলত ভিক্টোরিয়া কলেজে আধিপত্য চায়। অন্য পক্ষ আছে যারা কলেজের সম্মানকে কেন্দ্র করে ইমামকে আর চান না। আর যাই হোক শিক্ষকের উপর আঘাত ও লাঞ্ছিত করা কখনো মেনে নেওয়া যায় না। আমরা এটা দেখে শিক্ষকদের পাশে দাঁড়াই। তখন স্থানীয়রা আমাদের ওপর হামলা চালায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভিক্টোরিয়া কলেজের ইমাম মারুফ বিল্লাহ ও তার অনুসারীর এই ঘটনা ঘটিয়ে আসছে। এটা ভিক্টোরিয়া কলেজের মসজিদ, কলেজের একান্ত বিষয় কাকে রাখবেন কাকে বাদ দেবেন। ইমাম মারুফ বিল্লাহর অনুসারী ছাড়া কোনো স্থানীয় লোকজন কলেজে গণ্ডগোল করতে যাইনি।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, ঘটনার পর থেকে হলের আশপাশে বহিরাগতদের অবস্থান দেখতে পাচ্ছি। তারা হলে ও কলেজে আধিপত্য চায়। আমরা কলেজ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পুরো রাত আতঙ্কে কাটবে আমাদের। কারণ যেকোনো সময় হামলা করতে পারে। আমরা স্থানীয়দের কাছ থেকে শুনছি আমরা শিক্ষকদের পাশে দাঁড়ানোতে তারা আমাদের ওপর হামলা করবে।
এক শিক্ষার্থী জানান, আমরা কোন ভাবেই নিরাপদ বোধ করি না। কারণ কিশোর বখাটে ছেলেরাও হামলা করেছে। তাদের কাউকে চিনি না। হুটকরে এসে লাঠিসোটা নিয়ে হামলা করে। অনেকে হল থেকে চলে গেছে। আমরা নিরাপদ হল চাই।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, আমি কখনো চিন্তাই করতে পারিনি এত বড় সুনামধন্য একটি প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের গায়ে আঘাত করা হবে। অধ্যক্ষ মহোদয় পুরোপুরি স্তব্ধ। এ ঘটনা দেখে কিছু শিক্ষার্থীরা আমাদের পাশে দাঁড়ায়। আমার পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করে রেখেছি। শিক্ষার্থীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কেকে/এএম