পর্যটন শহরে সামুদ্রিক মাছের সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন প্রজাতির কচ্ছপও বিক্রি শুরু করেছে। যারা কচ্ছপ খেতে পছন্দ করে তাদের জন্য সংগ্রহ করে রাখা এমন ১১টি কচ্ছপ পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফ্রেরুয়ারি) রাত ৮টার দিকে বিশেষ অভিযানের মাধ্যমে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের একটি টিম এসব বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নিয়ে যান।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ফ্রেরুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার সময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী। যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না।কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল জানান, বেশ কিছুদিন যাবত এই রেস্টুরেন্টকে অনুসরণ করে আসছিলাম। আজকে জানতে পারলাম কিছু বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির জন্য আনা হয়েছে। তা জেনেই অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যারা এই কচ্ছপ সংগ্রহ করেছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে