শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন রাজধানীর এ কে এম রহমতউল্লাহ কলেজের প্রভাষক ও জাতীয় দৈনিক খোলা কাগজের সিনিয়র সহ-সম্পাদক মো. ওয়ালিয়ার রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘কলমের সৈনিক সংসদ’-এর উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের অনুভূতি প্রকাশ করে ওয়ালিয়ার রহমান বলেন— ‘গুণীজনদের হাত থেকে সম্মাননা পেতে কার না ভালো লাগে। আমাকে শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়ায় আমি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার কলেজ জীবনের শিক্ষাগুরুদের।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্থানীয় আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যাপক ওসমান আলী, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ ইউনুস আলী, সমাজ হিতৈষী জিয়াউল হক বাচ্চু, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, ফরিদ আহমেদ, শহিদুজ্জামান ও ব্যাংক কর্মকর্তা শাহজাহান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন— কলমের সৈনিক সংসদ-এর পৃষ্ঠপোষক ও গবেষক সালাউদ্দিন আহমেদ মিল্টন এবং মুরাদ হোসেন।