শনিবার, ১ মার্চ ২০২৫,
১৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ১ মার্চ ২০২৫
শিরোনাম: জানা গেল শিল্পকলা মহাপরিচালকের পদত্যাগের কারণ      ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, হয়নি চুক্তি      অবাধ ও সুষ্ঠু ইম্পার্শিয়াল নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি: ধর্ম উপদেষ্টা      রোজায় ভোগাবে যানজট      বাঙালির গৌরবগাঁথার এক মাস      নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়      বৃষ্টিতে কঠিন সমীকরণে আফগানিস্তান, সেমিতে অস্ট্রেলিয়া      
খোলাকাগজ স্পেশাল
রোজায় ভোগাবে যানজট
শরীফ আহমেদ ইমন
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯:৪৮ এএম  (ভিজিটর : ৪৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রতিবছর রমজান মাস এলেই ঢাকায় বেড়ে যায় যানজটের তীব্রতা। এবারও যানজটে ভুগতে হবে এমন আশঙ্কা নগরবাসীর। প্রধান সড়কের পাশে চলামান উন্নয়ন কাজ, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা, কাউন্টার সার্ভিসের নামে গণপরিবহনের বিশৃঙ্খলার কারণে রোজা শুরুর আগে এ আশঙ্কা করছেন রাজধানীবাসী। যদিও এ সমস্যায় হাল ছাড়তে নারাজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তারা বলছে, পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত নানা পরিকল্পনা রয়েছে তাদের। এরই মধ্যে ফুটপাত খালি করাসহ কিছু কার্যক্রম তারা শুরু করেছে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আর এক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মাসটিকে কেন্দ্র করে ইতোমধ্যে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো সাপ্তাহিক ছুটির দুটি দিন ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। পাশাপাশি প্রতিদিন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি দেওয়া হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

যদিও রমজানের আগে এবার যানজটে নাকাল নগরবাসী। প্রায় প্রতিদিন নানা সংগঠন বা প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। এছাড়া বিভিন্ন এলাকায় উন্নয়নের নামে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। এসব কারণে প্রায়ই অবরুদ্ধ থাকছে মহানগরের বিভিন্ন সড়ক। এ অবস্থায় রমজানেও অসহনীয় যানজটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

রাজধানীর বনানীর বাসিন্দা মতিঝিলের একটি কোম্পানিতে কাজ করেন ইমন হোসেন। তিনি জানান, প্রতিদিন বনানী থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। এছাড়া বাসও পাওয়া যায় না। রোজার সময় অফিসের সময়সূচির সঙ্গে স্কুল-কলেজ ছুটি হলে বাসে ওঠা কঠিন হয়ে যায়। 

রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা রবিন মিয়া বলেন, প্রতিদিন বাড্ডা থেকে গাজীপুর স্টেশন রোড যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। রোজার সময় অফিস সাড়ে ৩টায় ছুটি হলে বাসায় এসে ইফতার করা খুব কঠিন হয়ে যাবে। এ সময় সরকারের উচিত রাস্তায় উন্নয়ন কাজ বন্ধ রাখা, সেই সঙ্গে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। যাতে নির্বিঘ্নে মানুষ বাসায় পৌঁছে পরিবারের সঙ্গে ইফতার করতে পারে। 

এদিকে গত সোমবার রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি। 

ট্রাফিক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, রমজানে অফিস ছুটির সময় অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টারসেকশনে অযাচিত যানজট তৈরি হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের সড়কের পাশে গাড়ি পার্কিং করা হয়, যা সড়কের প্রশস্ততা কমিয়ে দেয়। যানবাহন চলাচল এতে বাধাগ্রস্ত হয়। রমজানের শুরু থেকে ট্রাফিক বিভাগ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। 

সড়কের পাশে অযাচিত পার্কিং না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। রমজানে সড়কে যাতে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে জন্য ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে থাকবে। নির্ধারিত বাস স্টপেজ ছাড়া গণপরিবহনগুলো যাত্রী ওঠা-নামা করে। এতে পেছনে গাড়ির দীর্ঘ সারি পড়ে যায়। তাই রাস্তায় যাতে গাড়ি না থামে সে জন্য ট্রাফিক বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডিএমপি এলাকায় ভারী যানবাহন প্রবেশের নির্দিষ্ট সময়সীমা আছে। প্রায়ই এ সময়সীমা না মেনে চালকরা চলার চেষ্টা করে, যা যানজটের সৃষ্টি করে। নির্ধারিত সময়সীমার বিষয়টি মেনে চলতে হবে। ঢাকা শহরের বিভিন্ন সড়কে গাড়ি মেরামতের কাজ করা হয়। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রমজানে এ ধরনের কাজ যাতে কেউ না করতে পারে, সে বিষয়ে মাঠ পর্যায়ের ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রমজানে দুপুরের পর রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। বাসায় ফেরার তাড়া থাকে সবার। মানুষ যাতে নিরাপদে ইফতারের আগেই ঘরে ফিরতে পারে, সে জন্য ট্রাফিক ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দুপুরের পর থেকে ইফতার পর্যন্ত রাস্তায় অতিরিক্ত জনবল নিয়োজিত থাকবে। কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে। রাস্তায় কোনো হকার বা ব্যবসা প্রতিষ্ঠান বসতে দেওয়া হবে না। গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না রাস্তায়। 

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার শফিকুল ইসলাম বলেন, রমজান মাসে নিউমার্কেট-গাউছিয়া এলাকায় বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা করতে আসবে। সেখানে যথাযথ পার্কিংয়ের ব্যবস্থা নেই এবং সড়ক বিভাজকে নেই কোনো প্রতিবন্ধক। ফলে মানুষ ওভারব্রিজে না উঠে হেঁটে রাস্তা পার হয়। এতে গাড়ির গতি কমে যায়। ডিএমপি সদরদপ্তর থেকে অতিরিক্ত জনবল নিয়োগ করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। যারা গাড়িতে কেনাকাটা করতে আসবেন, তারা যেন রাস্তায় নেমে গাড়ি ছেড়ে দেন- এমন ক্যাম্পেইন করা হবে। বিশেষ করে বিকেল থেকে যেন যানজট তীব্র না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকব। 

উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার আনোয়ার সাঈদ বলেন, উত্তরা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে কাজ করবে। বিভিন্ন শপিংমলের কমিটির সঙ্গে কথা হয়েছে। কমিটির লোকজন মার্কেটের সামনে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করবে। 
প্রতিবছর রমজান মাসে অসহনীয় যানজটের কথা উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ গত ২৩ ফেব্রুয়ারি জানিয়েছেন, আসন্ন রমজান মাসে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরাও মাঠে নামবে। রোজার মাসে ঢাকার মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট এবং বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া বর্তমানে ট্রাফিক সহায়তায় থাকা শিক্ষার্থীদের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। 

যানজট এড়াতে বছরের অন্যান্য সময় রাজধানীতে অফিস-আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে শুরু হয়। কিন্তু রমজানে দেড় ঘণ্টার ব্যবধানে সব প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ ছাড়াও ছুটিও হয় কাছাকাছি সময়ে। সবারই ইফতারের আগে ঘরে ফেরার তাড়া থাকে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে রমজানে সকালে এবং দুপুর থেকে ইফতার পর্যন্ত তীব্র যানজট থাকে। যানজট নিরসন করে ঢাকাকে গতিময় করতে মেট্রোরেল, উড়াল সড়ক, সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার নির্মাণসহ নানা প্রকল্পের মাধ্যমে বিপুল টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে মেট্রোরেলের একটি রুট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পাশাপাশি শহরের মধ্যে ছোট-বড় বেশ কয়েকটি ফ্লাইওভারও নির্মাণ করেছে সরকার। সরকারের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বারবার বিভিন্ন কার্যক্রমের কথা বলা হলেও নিয়ন্ত্রণ করা যায়নি রাজধানীর যানজট। 

যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, সড়কে গাড়ির চাপ সব সময়ই থাকে। কিন্তু রমজানে স্বল্প সময়ের মধ্যে সব ধরনের প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে এই চাপ অনেক বেড়ে যায়। মানুষের কাজের প্রয়োজনে রাস্তায় যেতে হয়, তাই প্রথমত আমাদের পলিসির দিকে দৃষ্টি দেওয়া উচিত। 

তিনি বলেন, বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান অনলাইন মাধ্যমে হলে সড়কে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইনে করার সুযোগ আছে, সেসব প্রতিষ্ঠানের উচিত কর্মচারীদের বাসায় বসে কাজের সুযোগ দেওয়া। ফুটপাত দখল করে রমজানে ইফতারসামগ্রী বিক্রি বন্ধ করতে হবে। ফুটপাত দখল হয়ে গেলে মানুষণ ফুটপাতে চলাচল করতে পারবে না, সে কারণে রাস্তায় নেমে আসবে এবং যানজট বাড়বে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। 

রমজানে খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজানে ঢাকা মহানগরে সড়কে নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু না করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, রমজানে সড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকে। প্রায়ই দেখা যায়, এ মাসেও বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিলিটি-সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখেন। এতে সড়ক সংকুচিত ও তীব্র যানজটের সৃষ্টি হয়। জনভোগান্তি কমাতে রমজানে নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু না করার অনুরোধ রইল।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘পুলিশ আমাদের অনুমতি ছাড়া এরেস্ট করলে, থানা ঘেরাও করা হবে’
ফেসবুকে প্রেম, ইউক্রেনের নারী কুমিল্লায়
মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১২
অভিনব সিন্ডিকেট: সয়াবিন তেলের সঙ্গে ৮ পণ্য কেনা বাধ্যতামূলক
জানা গেল শিল্পকলা মহাপরিচালকের পদত্যাগের কারণ

সর্বাধিক পঠিত

নজরুল হলে আতঙ্কের রাত
শিক্ষা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন ওয়ালিয়ার রহমান
মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ২ হাজার রোগী
কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিলে ব্যারিস্টার অমির শোডাউন
নোবিপ্রবিতে প্রথমবারের মতো ম্যারাথন অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝